সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"পথের পাঁচালী" এবং তার তিন বছরের প্রকাশ-যন্ত্রণা !

জন্ম এক অজ্ঞাতকুলশীল লেখকের মননে।   তখনো লেখক বাংলা সাহিত্যের আকাশে মহা নক্ষত্র সম রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রদের উপস্থিতির সামনে নেহাতই তুচ্ছ একজন।   অনেক নবাগতদের মধ্যে তিনিও   একজন। যার আত্মপরিচয় দেওয়ার মত তখন শুধু একটি  দুটি  ছোট গল্প - 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত "উপেক্ষিতা" এবং পরে "উমারানী"। এছাড়া "মৌরিফুল" গল্পের জন্য ১৯২৩ সালে  প্রথমবার একটা পুরস্কার প্রাপ্তি।  হ্যাঁ,  এমনই এক স্বল্প পরিচিত লেখক  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম উপন্যাস "পথের পাঁচালী" লেখা শুরু করেন ১৯২৫ সালের ৩শরা এপ্রিল ভাগলপুরে। কিন্তু ভাগলপুর কেন? নিয়তিতাড়িত বিভূতিভূষণ দ্বিতীয় বারের জন্য শিক্ষকতার চাকরি হারিয়ে ভাগলপুরে এসেছিলেন একেবারে অন্য ধরনের চাকরি নিয়ে, এক অন্য অবতারে। জমিদার খেলাত ঘোষ এস্টেটের ভাগলপুরস্থিত জঙ্গল মহলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে। বিধাতা পুরুষ হয়তো The Song of Road - এক সরল পথের মায়াবী পাঁচালী লেখার জন্য বিভূতিভূষণকে বাংলা সাহিত্যের আর এক দিকপাল শরৎচন্দ্রের বিচরনধন্য ভাগলপুরের এই লোকালয় থেকে দূরে নির্জন আরন্যক পরিবেশে এনে ফেলে...

এক বিচিত্র পথ!

  বিচিত্র পথ নাকি পথের বৈচিত্র্য!  আমরা পথিকেরা এই বৈচিত্র্য়ের কাছে নিছক দর্শক বই কিছু নয়। পথ চলে নাকি আমরা পথ চলি এ তর্ক কখনো শেষ হবে না। পথ নিজের মত করে এগিয়ে যায় গন্তব্য়হীণ গন্তব্যের দিকে। কখনো পথিকেরা সে পথে পথিক সেজে আসে আবার কখনো পথ ছেড়ে বেপথু হয়ে যায়। পথ কিন্তু তার নিজের পথ নিজেই বার করে নেয়। আসলে পথই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায় তার বুকে পা রেখে চলা পথিককে, পথ দেখায় নতুন পথের। পথ, পথভুলোকেই বেশী পছন্দ করে। হিসেব করে পা ফেলা মানুষ তাই পথভ্রান্ত হয় বেশী। উল্টো দিকে পথভোলাদের পায়ে নিদারুন মমতায় পথ এঁকে দেয় অলীক নিশ্চিন্ততার দুর্লভ সে আলপনা। তাই হয়তো বাউলের বুকে জেগে ওঠা নদী, গানের স্রোত হয়ে বয়ে যায় কুলকুল স্বরে; যে গানের সুরে ধুয়ে যায় পথের সকল ক্লান্তি।  পথের ধু্লা কখনো বাউন্ডুলে ফুলের হলুদ পরাগ হয়ে ছড়ানো থাকে।  পথ-পাগল মানুষ যুগে যুগে এই পথরেণু কেই পাথেয় করে সব হারানোর দুঃখ ভূলেছে। পথই তাদের পথ, তাদের আরাম বিরাম, দিনের শেষে ফিরে আসা শান্তির প্রিয় পথ-আশ্রম।  পথ কখনো হারে না। হারতে দেয়ও না কাউকে।     পথ   হারায় না কোথাও , পথে কিছু হারিয়েও যায় না। ...