If winter comes can spring be far behind! বজ্রপাতের অশনি সংকেত যদি পড়া যায় আকাশের গায়ে ফুটে ওঠা বিদ্যুৎ লেখায়, আকাশ ভাঙার শব্দে কি কোনো চমক বাকি থাকে? মাঘের শীত যদি এসেই পড়ে দাওয়ায়, ফাগুনের গুঞ্জন কি থাকে দূরের হাওয়ায়? হেঁয়ালি হদ্দ বাঙালি শীতের হাজত বাস কাটায় দূর পথে দীপ্যমান অরন্য শিখায় ফুটে ওঠা শোণিত ধারায় হেদিয়ে যাওয়া হৃদয়ের নীল ধমনীতে রঙের উৎসব পালনের একান্ত বাসনায়। বছর কাটে – রোদে পুড়ে, জলে ভিজে, দিনান্তিকে ঘরে ফেরা পাখিদের কলরবে, হয়তো বা মধ্যাহ্নে বাউলের রৌদ্র দগ্ধ কণ্ঠে গানের চাতকীতে – সময় যে এখানে কখন ঝড়ের মুখে কখন জাবর কাটে পালক বোলানো পবনের সুখে – কেউ জানে না। কালের খেয়ালে-একদিন এসে পড়ে বুড়ো মাথার খুসকি ওড়ানো পৌষ-মাঘের পর্ণ মোচনের সেই রুক্ষতার দিন গুলো, ঝড়ে ওড়া খড় হীন চালার মত ওরা দাঁড়িয়ে থাকে পথেপ্রান্তরে; ধূসর কাণ্ডের ওপর পত্র হীন ডালা পালার কঙ্কাল মাথায়- সকল তরুবাসী আশ্রিতের দ্বারা পরিত্যক্ত হয়ে রঙচটা রৌদ্র-প্রবাসে। রাত্রি শেষে শিশির সিক্ত বৃক্ষ তলে সকালের নরম রোদ যেন অবাধ প্রেমবারি, কখন যে বেলা গড়িয়ে বিকেলের পথে পড়ে থাকা ছিন্ন হলুদ পত্রের উপর এসে পড়ে আলোক শূন্...