আমরা সবাই জানি ২৯ শে ফেব্রুয়ারী তারিখটা চার বছরে একবার আসে। ওই জন্যই ২৯ ফেব্রুয়ারী দিনটিকে লিপ দিবস বা অধিদিবস বলা হয়। আর বছরটাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। আমরা এও জানি লিপ ইয়ার কিনা জানতে সালকে ৪ দিয়ে ভাগ করতে হয় এবং চার দ্বারা বিভাজ্য হলে তবেই সেটা লিপ ইয়ার হয়, নয়তো নয়। এর মধ্যে হয়তো কেউ কেউ ভেবে নিয়েছেন, আমি কে সি নাগের অঙ্ক বই নিয়ে বসেছি কি না। আসলে আমি একটু ভূমিকা করে নিলাম। আমার আজকের আলোচনার বিষয় কিন্তু অন্য। তা একান্ত ভাবেই কেন্দ্রীভূত লিপ বেবি অর্থাৎ ২৯ শে ফেব্রুয়ারীর দিনটিতে জন্ম গ্রহণ করা শিশুদের ওপর। প্রসঙ্গত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মোরারজী দেশাইও ছিলেন একজন লিপ বেবি। তার জন্ম হয়েছিল ১৮৯৬ সালের ২৯ শে ফেব্রুয়ারী। ৯৯ টি বসন্ত পেরিয়ে মাননীয় মোরারজী দেশাই শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৯৯৫ এর ১০ই এপ্রিল। মোরারজী দেশাই কিন্তু কালের বিধানে ৯৯ টি জন্মদিন পাননি। পেয়েছিলেন মাত্র ২৪ টা। প্রসঙ্গত মোরারজী দেশাই ছিলেন ভারতবর্ষের প্রথম কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী। তার প্রধানমন্ত্রীত্বের সময় কাল ছিল ১৯৭৭ থেকে ১৯৭৯ পর...