আমরা সবাই জানি ২৯ শে ফেব্রুয়ারী তারিখটা চার বছরে একবার আসে। ওই জন্যই ২৯ ফেব্রুয়ারী দিনটিকে লিপ দিবস বা অধিদিবস বলা হয়। আর বছরটাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।
আমরা এও জানি লিপ ইয়ার
কিনা জানতে সালকে ৪ দিয়ে ভাগ করতে হয় এবং চার
দ্বারা বিভাজ্য হলে তবেই সেটা লিপ ইয়ার হয়, নয়তো নয়। এর মধ্যে হয়তো কেউ কেউ ভেবে নিয়েছেন, আমি কে সি নাগের অঙ্ক
বই নিয়ে বসেছি কি না। আসলে আমি একটু ভূমিকা
করে নিলাম। আমার আজকের আলোচনার বিষয় কিন্তু অন্য। তা একান্ত ভাবেই কেন্দ্রীভূত লিপ বেবি অর্থাৎ ২৯ শে ফেব্রুয়ারীর দিনটিতে জন্ম গ্রহণ
করা শিশুদের ওপর।
প্রসঙ্গত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মোরারজী দেশাইও ছিলেন একজন লিপ বেবি। তার জন্ম হয়েছিল ১৮৯৬ সালের ২৯ শে ফেব্রুয়ারী। ৯৯ টি বসন্ত পেরিয়ে মাননীয় মোরারজী দেশাই শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৯৯৫ এর ১০ই এপ্রিল। মোরারজী দেশাই কিন্তু কালের বিধানে ৯৯ টি
জন্মদিন পাননি। পেয়েছিলেন মাত্র ২৪ টা। প্রসঙ্গত মোরারজী দেশাই ছিলেন ভারতবর্ষের প্রথম
কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী। তার
প্রধানমন্ত্রীত্বের সময় কাল ছিল ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত। লিপ বেবি হওয়ার কারনে, মোরারজী দেশাই
প্রধানমন্ত্রী থাকা কালীন ও একবারের জন্যে তাঁর জন্মদিন পালন করার সুযোগ পান নি।
যদিও লিপ বেবিদের জন্মদিন পালনের জন্যে অন্য আর একটি নিয়ম চালু আছে বাজারে। সেটি
হোল যে সমস্ত শিশুদের জন্ম-সময় ২৯ শে ফেব্রুয়ারী রাত ১২ টার আগে, তারা লিপ ইয়ার
বাদে অন্য বছর গুলিতে আগের দিন অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারী তাদের জন্মদিন পালন করবে। আর যে সব
শিশুদের জন্মের সময় রাত ১২ টার পরে তারা তাদের জন্মদিন পালন করবে পরের দিন অর্থাৎ ১লা মার্চ।
আমাদের দেশে লিপ বেবিদের, অন্য সাধারন বছরগুলিতে জন্মদিন পালনের কোনো
সাধারন নিয়ম না থাকলেও চীনে কিন্তু ১৯২৯ সাল থেকে তাদের দেশের সিভিল কোড, ২৮ শে ফেব্রুয়ারী দিনটিকে লিপ বেবিদের জন্মদিন পালনের জন্যে নির্ধারিত করেছে। আবার
হংকং এ, নির্ধারিত হয়েছে ১ লা মার্চ। ১৯৯০
সাল থেকে সে দেশে চালু হয়েছে এই নিয়ম।
ইংরেজি ক্যালেন্ডারে যেমন লিপ ইয়ার গুলিতে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ২৮ থেকে ১
দিন বেড়ে ২৯ দিন হয়, বাংলা ক্যালেন্ডারে তেমনি সমসাময়িক ফাল্গুন মাসের দিন সংখ্যা
২৯ থেকে বেড়ে ৩০ দিন হয়। যদিও সম্রাট আকবর
প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জি তে এই লিপ ইয়ার বা অধিবর্ষের ধারনা প্রথমে ছিল না,
পরবর্তী তে বাংলাদেশ বাংলা একাডেমী ফাল্গুন মাসের দিন সংখ্যা এক দিন বাড়িয়ে
গ্রেগরীয় বর্ষপঞ্জী কে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এখন প্রশ্ন ইংরেজি ক্যালেন্ডারে কবে থেকে লিপ ইয়ার চালু হয়েছে? খ্রিষ্ট পূর্ব ৪৫
সালে, রোমান শাসক জুলিয়াস সিজার চালু করেন এই প্রথা। যদিও জুলিয়াস সিজার প্রবর্তিত
এই ক্যালেন্ডার কে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার।
একটা সমীক্ষায় দেখা যাচ্ছে, লিপ বেবিদের সংখ্যা প্রতি ১৪৬১ জনে ১ জন।
এ তো গেল জন্মদিনের কথা, মৃত্যু ও তো হতে পারে লিপ দিবসের দিনে অর্থাৎ ২৯ শে ফেব্রুয়ারীর দিন। সে
ক্ষেত্রে কি মৃত্যু দিন পালনের জন্য অপেক্ষা করতে হবে চার বছর? নাকি জন্মদিন
পালনের মত মৃত্যু দিন পালন ও হবে ২৮ শে ফেব্রুয়ারী বা ১লা মার্চ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন