২৯ শে জুলাই, বিশ্ব ব্যাঘ্র দিবস। এই উপলক্ষে আগের দিন অর্থাৎ ২৮ শে জুলাই সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল ‘Tiger Conservation – The Road Ahead” শীর্ষক এক বিশেষ আলোচনা চক্রের। ওই দিনই বাঘ রক্ষায় এক অভিনব উদ্যোগ ধরা পড়ল মিডিয়ার ক্যামেরায়, যা ২০২৩ এর বিশ্ব ব্যাঘ্র দিবস কে অনেকদিন স্মরনীয় করে রাখবে । বাঘের মত ডোরা কাটা একটি ট্যাক্সিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভিক্টোরিয়া স্মৃতি সৌধের সামনে। গায়ে ‘Save the Tigers’ পোস্টার লাগানো ambassador গাড়িটি যে মানুষের নজর কাড়বে এ কথা অনস্বীকার্য। খবরে প্রকাশ, ২৯ শে জুলাইয়ের দিন অর্থাৎ শনিবার সারাদিনই গাড়িটিকে ব্যাঘ্র দিবস পালনের অঙ্গ হিসেবে সাধারনের জন্য প্রদর্শিত রাখা হবে ভিক্টোরিয়ার সামনে। কোলকাতার নাগরিক এবং পথচারী মানুষজনের কাছে ব্যাঘ্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে আগামী এক সপ্তাহ ধরে গাড়িটিকে কোলকাতার রাজপথে চলতে দেখা যাবে বলেও সংশ্লিষ্ট মহল জানিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে, আজ থেকে ১৩ বছর আগে জন্ম নিয়েছিল বিশ্ব ব্যাঘ্র দিবস পালনের ভাবনা। সালটা - ২০১০, তারিখ - জুলাই ২৯, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ...