রূপালি পর্দায় এবার অনুপম খের কে দেখা যাবে বিশ্ববরেণ্য বাঙালী কবি রবীন্দ্রনাথের ভূমিকায়। সম্প্রতি এক instagram পোস্টে, বলিউডের এই বিশিষ্ট অভিনেতা নিজেই জানিয়েছেন সে কথা।
ইতিমধ্যে ৫৩৭ টি ছবিতে অভিনয় করে ফেলা অনুপম যে কিংবদন্তী এই কবির চরিত্রে অভিনয় করার
কথা ভেবে যথেষ্ট আপ্লুত তা তিনি উল্লেখ ও করেছেন তাঁর এই পোস্টে। যদিও ছবির নাম বা ছবির
পরিচালক কে হবেন অথবা অন্যান্য অভিনেতাদের সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই জানাননি,
ধোঁয়াশা রেখে শুধু বলেছেন, সঠিক সময়ে সব জানিয়ে দেওয়া হবে। তবে পর্দায় তাঁকে রবীন্দ্রনাথ হিসেবে
কেমন দেখাবে তার একটা first look ফটো, যেটা অনুপম শেয়ার করেছেন এই পোস্টে সেটা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে
রবীন্দ্র ভক্ত ও অনুরাগীদের মধ্যে।
অনেকেই হুবহু রবীন্দ্রনাথের মত লেগেছে বলে
দারুন প্রশংসা যেমন করেছেন, তেমনি উলটো দিকে বাংলা ছবির লাস্যময়ী অভিনেত্রী
স্বস্তিকা মুখোপাধ্যায় আবার গোটা ব্যাপারটার বিরোধিতা করে তাঁর স্বভাবসিদ্ধ তির্যকতায় একটা টুইট করে বলেছেন “কারোরই
রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করা উচিৎ নয়। বরং মানুষটাকে একটু একা ছেড়ে দেওয়াই সঠিক হবে এক্ষেত্রে।” স্বস্তিকার এই মন্তব্যে অনেকেই সায় জানিয়েছেন, তবে স্বস্তিকা বা স্বস্তিকার মতাবলম্বিদের এইরকম মনে হওয়ার পেছনে কি
অনুপম খের যেহেতু বাঙালী নন তাই রবীন্দ্রনাথ কে নিয়ে বাঙালী ভাবাবেগ কোথাও গিয়ে ধাক্কা
খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ অনুপমই তো প্রথম নন। ইতিমধ্যে বেশ কয়েকজন অভিনেতাকেই রূপালি পর্দায় দেখা গেছে
রবীন্দ্রনাথ সাজতে।
যেমন ২০১৮ সালে
নির্মিত ইন্দো- আর্জেন্টিনিয়ান ছবি, যা রবীন্দ্রনাথ এবং আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকেম্পর বহুল কথিত সম্পর্কের উপরে আধারিত ছিল, সেখানে যশস্বী অভিনেতা
ভিক্টর বন্দ্যোপাধ্যায় কে দেখা গেছিল রবীন্দ্রনাথের ভূমিকায়। আর্জেন্টিনিয়ান পরিচালক পাবলো সিজারের এই ছবি ‘Thinking of Him’ এ ভিক্টরের
অভিনয় সমালোচকদের যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিল সে সময়।
২০১৫ সালে মুক্তি পাওয়া সুমন ঘোষ পরিচালিত ‘কাদম্বরি’ তে আবার বাংলা সমান্তরাল ছবির বিশিষ্ট নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় কে দেখা গেছিল রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করতে। ছবিটিতে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর আদরের বৌঠান কাদম্বরি দেবীর সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছিল। আরো আগে, ২০১৩ সালে, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ বানিয়েছিলেন রবীন্দ্রনাথের জীবন কাহিনীর উপর পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি ‘জীবন স্মৃতি’।
এই ছবিতে অভিনেতা সঞ্জয় নাগ হয়েছিলেন
রবীন্দ্রনাথ। সঞ্জয়, জীবন সায়াহ্নে এসে
পৌঁছানো কবিকে ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। ওই একই ছবিতে আবার সমদর্শী দত্ত করেছিলেন
যুবক রবীন্দ্রনাথের পাঠ। কিছুদিন আগে দূরদর্শনের পর্দায় রবীন্দ্রনাথকে দেখা গেছে
মেগা সিরিয়াল ‘মাহাপীঠ তারাপীঠ’ এ। যেখানে গৌরব চট্টোপাধ্যায় কে রবীন্দ্রনাথের
ভূমিকায় দেখা গেছিল।
১৯৬১ এ সত্যজিত রায় রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন ‘রবীন্দ্রনাথ
ঠাকুর’ নামে। যদিও সেখানে কাউকে রবীন্দ্রনাথ সেজে অভিনয় করতে হয়নি। রবীন্দ্রনাথের
পুরনো ছবি দিয়েই কাজ চলেছে।
আসলে সংরক্ষণশীল বাঙালী মনন যেন আরো সংরক্ষণশীল হয়ে পড়ে, বিশেষ করে যখন বাংলার একমাত্র
নোবেল পুরষ্কার পাওয়া কবি রবীন্দ্রনাথের ব্যাপারে কোনো কথা ওঠে, সেখানে বাঙালী
প্রায় আপোষহীন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন