২০২৩ শেষ হয়ে ২০২৪ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ২০২৪ এর শুরুতেই রামজন্মভুমি, অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরে রাম লালার মূর্তি স্থাপিত হওয়ার কথা। ২০২৪ এর ২২ শে জানুয়ারির পুণ্য তিথিতে নতুন রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার দিন ক্ষণ পূর্ব নির্ধারিত। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে সাধু সন্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও। রাম মন্দিরের পুণ্য বেদীতে পরম পুরুষ শ্রী রামের মূর্তি প্রতিষ্ঠার এই অনুষ্ঠানের তাৎপর্য এক একজনের কাছে এক একরকম। রাজনৈতিক পর্যবেক্ষকরা যেমন এই অনুষ্ঠানের ফসল আসন্ন লোক সভা নির্বাচনের প্রাক্কালে কোন দল কতটা তুলতে পারবে তার চুল চেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। সমাজতাত্ত্বিকরা তেমনি দুই প্রধান সম্প্রদায় হিন্দু ও মুসলমানদের মধ্যে সামাজিক বন্ধনের প্রশ্নে এর কি প্রভাব পড়তে পারে তার ভাবনা ভাবতে পরিশ্রম করে চলেছেন দিন রাত। কিন্তু এই অনুষ্ঠানের সকল আগ্রহের কেন্দ্রবিন্দু যিনি, সেই ভগবান রামের ইচ্ছা কি সেটার বিচার বোধহয় কেউ করছেন না। সনাতন ধর্মানুসারে, ভগবান তাঁর নিজের মূর্তি নিজেই গড়ে নেন। তিনি কি রূপে ভক্তদের সামনে হাজির হতে চান, সেটা তাঁর এক...