প্রদীপ জ্বালানোর পূর্বে যেমন সলতে পাকাতে হয়, তেমনি প্রত্যেক সফল প্রতিমা নির্মাণের পেছনে থাকে অনেকগুলি পর্ব পেরোনোর ইতিবৃত্ত । প্রথমে , দড়ির বাঁধনে বেঁধে , নির্মাণ করতে হয় একটি খড় কাঠের আদল । তারপরে ক্রমে ক্রমে তার ওপরে মাটির প্রলেপ দেওয়া হয় , এরপরে থাকে রোদে শুকানোর পালা , তারপরে আবার মাটি লেপা ... এবং সবশেষে রং ও তুলির টানে ফুটিয়ে তোলা হয় মূর্তির চুড়ান্ত মৃন্ময় রূপ । একজন সফল শিল্পীর জীবনেও থাকে অনেকগুলি পর্যায় অতিক্রম করার ইতিহাস । বর্তমানে ৬৫ বছর বয়সী, শোলা শিল্পী সমীর সাহার যাত্রা শুরু হয়েছিল সেই কিশোর বেলায় , যখন তার ১৫ বছর বয়স । মুর্শিদাবাদে জন্ম ও বড় হওয়া, সমীর তখন কোথাও শোলার কাজ হচ্ছে দেখলেই , এক দৃষ্টিতে , শিল্পীর হাতের দিকে চেয়ে বসে থাকতেন । কেমন করে সেই শিল্পী শোলার ওপর খুদে খুদে, সুন্দর সুন্দর নকশা তুলছেন , তা নিবিড় ভাবে নিরীক্ষণ করতেন । সে অর্থে , কেউ হাতে ধরে শেখায়নি তাকে । তারপরে নিজেই একদিন , ছেনি হাতে , শোলার ওপরে শুরু করে দিলেন খোদাই করা...