সেই ' শোলে ' যার বিখ্যাত দুই নায়ক - নায়িকা জুড়ি , এমনকি রিয়েল লাইফেও একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন , সেই অমিতাভ বচ্চন - জয়া ভাদুড়ী কিংবা ধর্মেন্দ্র -হেমা মালিনীরা আজ তাঁদের সর্ব কনিষ্ঠ উত্তরসূরিদের কাছে , হয় ঠাকুরদা নয ঠাকুমা হিসেবে বিবেচিত। কারণ , বেলায় বেলায় ' শোলে ' ও তার মুক্তির ৫০ বছর পূরণ করতে যাচ্ছে , আর মাত্র কয়েক দিন অতিবাহিত হলেই। অর্থাৎ ' শোলে ' এবার প্রকৃত অর্থেই তিন পুরুষের ছবি হতে যাচ্ছে। অমিতাভ বচ্চনদের সমসাময়িক মানুষ জন থেকে শুরু করে তাদের পরের প্রজন্মের কাছে ' শোলে ' র চার্ম নতুন কিছু নয়। এবার বর্তমান প্রজন্মের কাছেও আর অবরুদ্ধ থাকছে না ' শোলে ' র জাদু। তবে পুনরুদ্ধার কৃত। তারই গল্প আজ। এছাড়াও থাকছে আরোও অনেক কথা , বিদেশের সংবাদ মাধ্যমেও , এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এই সব নিয়েই আজকের নিবন্ধ, পুনরুদ্ধার ‘শোলে’। ভারতীয় সে অধিবাসী , প্রবাসী কিংবা অভিবাসী যেই হোন না কেন , একটা বিষয়ে সকলেই এক। প্রত্যেকেই কিন্তু এক বা এক...