বৃষ্টি বনে শিলা ছড়িয়ে মেঘমালা ওই হাসে।
ঘাসের বুকে লুটিয়ে পড়ে, ইচ্ছেটা নেই বশে।
ঘাসের বুকে লুটিয়ে পড়ে, ইচ্ছেটা নেই বশে।
গ্রীষ্মের দাবদাহ জুড়িয়ে অপরাহ্ণের সুবাতাস, সঙ্গে বৃষ্টি রস সিক্ত শিলা সন্দেশের সুমধুর পরিবেশন। প্রকৃতির এই দারুন আয়োজনে কেউই মুগ্ধ না হয়ে থাকতে পারে না। চলুন একবার মনের জানালায় উঁকি দেওয়া একান্ত ভালো লাগা এই মুহূর্ত গুলিকে, বাস্তবের ছবির সঙ্গে মিলিয়ে দেখি।
উপরের এবং নীচের চলচ্ছবি দুটি সেল ফোনের ক্যামেরা বন্দী করেছে আমার পিসতুতো বোন নীল মাইতি। জায়মান প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার এই সুন্দর প্রচেষ্টা, ও যে দক্ষতা এবং শিল্প চেতনা থেকে করেছে, তা তার দৃষ্টিকোণ যেটা থেকে সে ভিডিও টিকে শুট করেছে, তার প্রমান দেয়।

নীল পশ্চিমবঙ্গ সরকারের নার্সিং সার্ভিসে রয়েছে বেশ কয়েক বছর। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থেকেও তার এই প্রয়াস সত্যিই তারিফের দাবী রাখে। আশা করি ভিডিও দুটি উপভোগ্য হবে।
পরিশেষে আমার লেখা কবিতাটি শুধু এই চলচ্ছবি দুটোর আবহ কথা হয়ে ওঠার চেষ্টা করেছে মাত্র।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন