আগস্টের ১৯ তারিখ, সকালবেলা; যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সংবাদপত্র ‘দি হিল’ এর পাতায় প্রকাশিত একটা খবরে যাকে বলে বিস্ময়ের প্রায় বিস্ফোরণ ঘটে যেতে দেখা গেল বিশ্ব জুড়ে। আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন - ২০২৪ উপলক্ষে, মার্কিন Grand Old Party - রিপাবলিকানদের তরফ থেকে উঠে আসা সম্ভাব্য প্রার্থীদের উপর করা সর্বশেষ এক সমীক্ষার ফলাফল প্রকাশিত হয় খবরটিতে এবং তার জেরে ফাঁস হয়ে যায় সে দেশের রাজনৈতিক কর্মপন্থা ঠিক করার অন্যতম Super কমিটি (PAC) - 'Never Back Down' এর সভায় নেওয়া একটা গোপন রণনীতির কথাও। সে কথায় একটু পরে আসছি। বিস্ময়ের মূল কারণটা আসলে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় একজনের খুব দ্রুত গতিতে সমর্থকদের প্রিয় হয়ে ওঠার চমকদার তথ্যের মধ্যে নিহিত। খবরটা প্রকাশিত হওয়ার এক দিন বাদে তাই দেখা গেল, এই খবরের উপরে ভিত্তি করে ছোট বড় বিভিন্ন প্রতিবেদনের একেবারে জোয়ার লেগে গেল ভারতীয় সংবাদ মাধ্যমে। কিন্তু, ভারতীয় সংবাদ মাধ্যম কেন? কারণ এই বিস্ময়ের উৎসে থাকা ব্যক্তিটি - একজন ভারতীয় বংশোদ্ভূত যুবক, যার নাম বিবেক গণপতি রামস্বামী। খবরে প্রকাশ, মাত্র ৩৯ বছর বয়স্ক এই তরতাজা আম...