প্রাক্তন আমলা, বর্তমানে নরেন্দ্র মোদী ক্যাবিনেটের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাজটা কি কিছুটা সহজ হয়ে গেল? বিশেষ করে ইতালির সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রশ্নে? বলা হচ্ছে, দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ককে আরো নিবিড় করার লক্ষে জয়শঙ্করকে সম্ভবত খুব বেশি কূটনৈতিক আনুষ্ঠানিকতা দেখানোর প্রয়োজন লাগবে না। তার কারণ, দুই দেশের বর্তমান দুই প্রধানমন্ত্রীর মধ্যেকার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন। প্রচলিত একটা কথা আছে- মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজী। এক্ষেত্রে ভারত এবং ইতালি দুই দেশের প্রধানমন্ত্রীই যখন তাদের সম্পর্কের উৎকর্ষ সাধনে এক সাথে গলা সাধছেন, ‘মিলে সুর মেরা তুমহারা’, তখন আগামী দিনে কে আটকাবে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরুর পদে অভিষিক্ত হওয়া থেকে? একটা গুঞ্জন যেটা প্রথমে শুধু কূটনৈতিক মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা সোশাল মিডিয়ায় প্রায় বৃন্দ গানে পরিনত হয়েছে; যার মূলে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইতালির নব নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে ব্যক্তিগত সম্পর্কের রসায়ন থেকে উঠে আসা চমকপ্রদ, নতুন একটা শব্দ ‘মেলোডি’ কে কেন্দ্র করে; ৪৬ বছর বয়সী ইতালি...