সলমন খান তার নিজের ফেস বুক পেজে ঘোষণা করে দিয়েছেন আগামী দিপাবলীতেই (১০ই নভেম্বর) তার পরবর্তী ছবি Tiger 3 মুক্তি পাচ্ছে সিনেমা হল গুলিতে।
যশ রাজ ফিল্মসের এই
ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছর এপ্রিলের ২১ তারিখে অর্থাৎ ঈদের মরশুমে। হিন্দি
ছাড়াও, একই সঙ্গে ছবিটির তামিল এবং তেলেগু ভার্সন মুক্তি পাবে দক্ষিণ ভারতের হল
গুলিতে। আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটির শুটিং পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ভারতীয়
মুদ্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিতে হিরো এবং হিরোইন হিসেবে যথারীতি
দেখা যাবে Tiger পর্বের আগের দুটি ছবি ‘এক
থা টাইগার’(২০১২) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭) এর নায়ক-নায়িকা সলমন খান এবং
ক্যাটরিনা কাইফকেই। মনিশ শর্মা পরিচালিত টাইগার সিকুয়েলের এই তৃতীয় ছবিতে অবশ্য
ইমরান হাসমিকে দেখা যাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও বলিউড কিং শাহরুখ খানকে দেখা যাবে একটা বিশেষ ভূমিকায়।
যশ রাজ ফিল্মস থেকে বলা
হয়েছে ‘Tiger
3’ একটি স্পাই
থ্রিলার। ভারতবর্ষে, স্পাই থ্রিলার নির্মাণে নিজেদেরকে পথিকৃৎ বলে YRF এর পক্ষ থেকে তাদের সর্ব শেষ স্পাই থ্রিলার, শাহরুখ খান অভিনীত সুপারহিট ছবি ‘পাঠান’
এর উদাহরন দিয়ে দাবী করা হয়েছে Tiger 3 এর বক্স অফিস সাফল্য পূর্বের সব রেকর্ডকে ছাপিয়ে
যাবে বলে। ট্রেড বিশেষজ্ঞদের মতে, যদিও ছবিটির ট্রেলার এখনও অনুরাগীদের কাছে
উপলব্ধ নয়, তা সত্ত্বেও দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবি যখন শেষ পর্যন্ত মুক্তি পাবে
হল গুলিতে তখন একেবারে ভূমিকম্প অনুভূত হবে বক্স অফিসে।
যখন আমরা Tiger 3 নিয়ে এই সব কথা বলছি, তখন সারা দেশে এবং দেশের বাইরে চলছে শাহরুখ খানের Jawan নিয়ে দর্শকদের তুমুল আগ্রহের ঝড়। বলিউড ফিল্মের ইতিহাসে সবচেয়ে বড় বক্সঅফিস সাফল্যের রুপকথা রচনা করে ফেলার
কৃতিত্ব যখন শাহরুখের হোম প্রোডাকশন হাউস, রেড চিলিজ এন্টারটেনমেন্ট এর দখলে, বাণিজ্যের দিক থেকে যখন সম্প্রতি মুক্তি পাওয়া ‘গদর
২’ এর সাফল্যকেও ছাড়িয়ে গেছে ‘জওয়ান’ এর সাফল্য, যখন শাহরুখেরই অপর সুপারহিট ছবি ‘পাঠান’
এর ব্যবসায়িক সাফল্যকে পেছনে ফেলে ‘জওয়ান’ আজ তার মুক্তি পাওয়ার ৯ দিনের পরে দেখা
যাচ্ছে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা ঘরে তুলেছে যা ‘পাঠানের’ ৯ দিনের ব্যবসার
পরিমানের থেকে প্রায় ৩৭ কোটি বেশি, তখন সত্যি সত্যিই Tiger
3, Jawan এর সাফল্যকে ছাপিয়ে যেতে পারবে কিনা এই প্রশ্ন মিলিয়ন ডলারের। শুধু মুক্তির
দিনেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ৭৫ কোটি টাকার, যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্ব প্রথম।
কিং খান, ‘জওয়ান’ এর সাফল্যকে ‘emotion’ বলে বর্ণনা
করেছেন । দক্ষিণের এটলি (অরুন কুমার)
পরিচালিত ‘জওয়ান’ যেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি কে প্রয়োজনীয় অক্সিজেন জোগানের
কাজটা করল, মত বলিউডের 'খিলাড়ী' হিরো অক্ষয় কুমারের। অভিনন্দন জানিয়েছেন সলমন খানও। কিন্তু সলমনের
Tiger
3 কি পারবে Jawan কে বিট করতে? আশাবাদী সকলে। বিশেষ করে সলমন ভক্তরা তো এখন
থেকেই যুদ্ধজয়ের ডঙ্কা বাজিয়ে দিয়েছে বাজারে।আর এর মধ্যে কোলকাতার প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিত দত্ত ফিল্ম পরিবেশক SVF এর দেওয়া শর্ত না মেনে ‘জওয়ান’ এর মত ছবিকে তার হলে রিলিজ করতে রাজি হননি। SVF দিপাবলীতে কোনো বাংলা ছবি রিলিজ করতে চাইছিল। আর অরিজিত দত্তের আপত্তি
সেখানেই। দিপাবলীতে তিনি চান সলমন এর Tiger 3 মুক্তি
পাক এবং তার বিশ্বাস এই ছবি অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিতে সমর্থ হবে। এখন দেখা যাক
সেই বিশ্বাস কতদূর সফল হয়। যেটা কেবল বলতে পারে আগামী সময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন