২৩ শে আগস্টের মহা অবতরণের পর থেকে তৃতীয় চন্দ্র যানের ল্যান্ডার বিক্রম এবং
অব্যবহিত পরে তার গর্ভ থেকে বেরিয়ে আসা রোভার প্রজ্ঞানের চোখে ঘুম ছিলনা। প্রায় ১২
দিন পরে, চাঁদের দেশে সূর্য অস্ত গেছে গত সোমবার অর্থাৎ সেপ্টেম্বরের ৪ তারিখে। ঘনিয়ে
এসেছে অন্ধকার। তাই এবার চাঁদের বুক থেকে তথ্য অনুসন্ধান এবং তার বিভিন্ন নমুনা
পাঠানোর কাজ আপাতত বন্ধ রেখে ঘুমিয়ে পড়ল বিক্রম ও প্রজ্ঞান।
মানে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের
আপাতত ঘুম পাড়িয়ে রাখল। ভারতীয় সময় সোমবার
সকাল ৮ টায় ইসরো বিক্রমকে ‘স্লিপ মোড’ এ পাঠায়, প্রজ্ঞানকে পাঠানো হয়েছিল তার কিছু
আগে।
চাঁদে আবার সূর্য ওঠার আশা আগামী ২২ শে সেপ্টেম্বর। ইসরো সূত্রে খবর, দিনের আলো ফোটার পরেই বিক্রম এবং প্রজ্ঞানকে আবার জাগিয়ে তোলা
হবে।
কিন্তু প্রজ্ঞান রোভার ‘স্লিপ মোড’ -এ যাওয়ার আগে, ল্যান্ডার বিক্রমের একটি ছবি পাঠিয়েছে পৃথিবীতে। ১৫ মিটার দূর থেকে প্রজ্ঞান রোভার সেই ছবিটি নিয়েছে নেভিগেশন ক্যামেরার
সাহায্যে। দুই ভাগে। একবার বাঁ দিক থেকে এবং আর একবার ডান দিক থেকে, দুটি। ইসরো
ছবি দুটিকে মিশিয়ে একটা নতুন ত্রিমাত্রিক (3D) ছবি, যেটাকে গত মঙ্গলবার
তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে, তাতে দেখা
যাচ্ছে চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছে ল্যান্ডার বিক্রম। বলা ভালো, চাঁদের দক্ষিন মেরুর 'শিবশক্তি' পয়েন্টে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা অবতরণ স্থলের নামকরণের পর) দাঁড়িয়ে থাকা বিক্রমের ছবিই পাঠিয়েছে প্রজ্ঞান।
বিশেষ আধুনিক প্রযুক্তিতে বানানো এই ত্রিমাত্রিক ছবিটিকে দেখতে হলে 3D চশমা চোখে দেখতে হবে। না হলে খালি চোখে ছবিটির কোনো রং বোঝা যাবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন