স্বপ্নের পেলবতা। মনে হয় ছুঁয়ে দেখি। ভাবি লজ্জা পাবে হয়তো, যেমন পায় লজ্জাবতী।
এখন তো সময় বদলেছে। রোবটেরাও নাকি আজকাল প্রেম করছে। যন্ত্রের মস্তিস্কে 'সখি ভালোবাসা কারে কয়' এই কূট প্রশ্নটাকে একবার সেট করতে পারলেই, কেল্লাফতে।
ভগবান তো অনেক আগেই প্রস্তরীভুত হয়েছিলেন, এবার আরো ছিমছাম আরোও হ্যান্ডি, সবচাইতে লেটেস্ট- ভগবানের প্লাস্টিক অবতারে পরিনত হওয়া। অবিনশ্বর, অপরূপ কোনো অবস্থাতেই টাল না খাওয়া পরম শক্তিধর, অবতার শ্রেষ্ঠ পুরুষোত্তম। 'ভক্তের ভগবান' কথাটা চালু আছে বটে তবে ঈশ্বর ও সময়ের সঙ্গে সঙ্গে 'শর্তাবলী প্রযোজ্য' বলে একটা ট্যাগলাইন ছোট্ট করে হলেও জুড়ে নিয়েছেন নিজের ইমেজের সঙ্গে। তা সে ভক্তের হৃদয়ে ভগবান বাস করে বলে যতই বাজার গরম করার চেষ্টা হোক না কেন ভগবান কিন্তু অবিচল। একদা ভৃগু মুনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে সটান ভগবান বিষ্ণুর বুকেই পদাঘাত করে বসেছিলেন। ভগবান কিচ্ছুটি মনে করেননি। বরং যত দিন গেছে ভগবান তাঁর সহ্য শক্তি বাড়িয়েছেন। যার ফল তাঁর এই প্লাস্টিকত্ব প্রাপ্তি।
রামের চায়ের দোকানে বসে, মন্টু দা। এক হাতে তাঁর জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে চা ভর্তি ছোট্ট একটা প্লাস্টিকের কাপ। সব শুনে, মন্টু দা'র ঠোঁটে প্রায় বিশ্বকাপ জয়ের হাঁসি। উঁহু, ভগবান সব জানেন। অন্তর্যামী তিনি তো আর এমনি এমনি হন নি।
এই ধরাধাম যদি সত্যি সত্যিই আগামী দিনে জলে ভেসে যায় তখন কে বাঁচাবে শুনি?
আগেভাগেই তাই দেবলোকের বুদ্ধিমান দেবতারা প্রযুক্তিবিদ বিশ্বকর্মা কে দিয়ে প্লাস্টিক বানিয়ে রেখেছেন। জাহাজেও তো লাইফ বোট রাখতে হয় নাকি। টাইটানিকেও ছিল।
সে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কথা বলে যতই চিৎকার কর আর শোরগোল পাকাও না কেন লাভ কিছুই হবে না। কিছু উদগ্র আঁতেল সবসময় থাকে। আগেও ছিল, এখনোও আছে, আগামীতেও থাকবে।
কত কোটি পান্ডুলিপি ওদের ওই অতি বিপ্লবী আঁতেলমির জন্য নষ্ট হয়ে গেছে, কত শিল্প কর্ম, ভাস্কর্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার হিসেব ওরা রাখে? বললেই হলো?
যদি ওগুলো সব প্লাস্টিক হতো ভাবুন তো একবার এই প্রত্নতাত্ত্বিক পন্ডিতদের খামোখা এত পয়সা মাসে মাসে গুণতে হতো কি!
আরে বোকা এই মর্ত্যলোকে যদি অমরত্ব পেতে চাও তবে প্লাস্টিক হও। প্লাস্টিক ভগবানের কাছে তাই প্লাস্টিক মানুষ হওয়ার কাতর প্রার্থনা জানাও।
পৃথিবীর আদি ক্লাসিক বেদ, উপনিষদ ও কেমন প্লাস্টিকের প্রলেপ দেওয়া কভারপেজের তলায় সেঁধিয়ে গেছে। দেখেও কি শিক্ষা হয় না!
দেবী সরস্বতীর বরে ভবিষ্যতে সাহিত্য সাধনাও প্লাস্টিক হয়ে যাবে। অর্থাৎ অর্ডার দিয়ে আপনি অমর প্লাস্টিক সাহিত্য বানাতে পারবেন।
আর কি!
উদ্বাহু হয়ে নাচতে থাকুন। অন্তত নাচা প্র্যাকটিস করুন।
যে কথা বলছিলাম, প্লাস্টিক বিউটি। একমাত্র বিউটি যেটি বিমূর্ত নয়। দেখা যায়, ছোঁয়া যায়, জড়িয়ে আদর ও করা যায়। কোনো আপত্তি করে না। দেখায় না কোনো রাগ কিংবা বিরক্তি। অভিমান থাকে সুদূর স্পর্শ। বলে না কোনো ভালোলাগা কিংবা মন্দলাগার কথাও ।
প্লাস্টিক সুন্দর কিংবা প্লাস্টিক সুন্দরীদের জয় হোক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন