পুনর্জন্মে তাঁর বিশ্বাস ছিল না একেবারেই , তবু যদি আপনি রাজা হতেন তবে রাণী কে হত গোছের প্রশ্নের মত , তাঁকে যখন জিজ্ঞাসা করা হল - পরের জন্মে তিনি কি তাঁর বর্তমান জীবনকেই পুনরায় ফিরে পেতে চাইবেন ? উত্তর দিতে বেশীক্ষণ সময় লাগাননি , সুনীল গঙ্গোপাধ্যায়। সটান বলে দিয়েছিলেন – না! তার মানে, সুনীল গঙ্গোপাধ্যায়, তাঁর জীবনের দ্বিতীয় ভাগ চান নি! অদ্বিতীয়, থাকতে চেয়েছেন। পরক্ষণেই অবশ্য, তাঁর ঠোঁটের কোণায় ফুটে উঠেছে মুচকি হাঁসি ; বলেছিলেন , সুনীল নয় ; সেরকম সুযোগ পেলে তিনি একজন মেয়ে হয়েই জন্ম নিতে চান। কারণ , মেয়েদের জীবনটা তাঁর ভালো করে জানা নেই। কিংবদন্তী গায়িকা , লতা মঙ্গেশকরও এক সাক্ষাৎকারে বলেছিলেন - তিনি আর লতা মঙ্গেশকর হতে চান না । কারণ লতা মঙ্গেশকরের জীবনটা ভীষণ যন্ত্রণার। সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্য তাঁর মেয়ে হয়ে জন্ম নিতে চাওয়ার স্বপক্ষে , মহাভারতের সময়ের এক রাজার গল্প শোনান , যিনি মৃগয়ায় গিয়ে এক প...